Logo
Logo
×

জাতীয়

ইয়াবা গডফাদার খ্যাত সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:৫৫ পিএম

ইয়াবা গডফাদার খ্যাত সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদি গ্রেপ্তার হয়েছেন। কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকেও জানানো হয়।

প্রসঙ্গত, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। এরপর দুইবার ওই আসন থেকে বদির স্ত্রী শাহিনা আক্তার সংসদ সদস্য নির্বাচিত হন। টেকনাফ-উখিয়া আসন মূলত আওয়ামী লীগ আমলে পুরোটাই নিয়ন্ত্রণে ছিল বদির।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন দেওয়া হয়। তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন