Logo
Logo
×

জাতীয়

বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত ঢাকা-ইসলামাবাদ : পররাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম

বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত ঢাকা-ইসলামাবাদ : পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ঢাকা-ইসলামাবাদ বহুমাত্রিক সম্পর্ক গড়তে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈঠকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। আলোচনায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের প্রাপ্য অর্থ পরিশোধ এবং বাংলাদেশে আটকে থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার বিষয়টি তোলে ঢাকা। তবে পাকিস্তান জানায়, এসব অমীমাংসিত ইস্যুর সমাধান পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে করা উচিত।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে আগ্রহী। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও পাকিস্তানের সমর্থন চাওয়া হয়েছে। সার্কসহ বিভিন্ন আঞ্চলিক ফোরাম নিয়েও আলোচনা হয়েছে।

এছাড়া, বাংলাদেশের নাগরিকদের এক দিনের মধ্যে ভিসা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, ইসহাক দার দাবি করেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু ইতিমধ্যে দুইবার সমাধান হয়েছে—একবার ১৯৭৪ সালে, আরেকবার জেনারেল পারভেজ মোশাররফের সময়। তিনি বলেন, “ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন