Logo
Logo
×

জাতীয়

মুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ ঢাকায় আনা হবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম

মুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর বিভুরঞ্জনের মরদেহ ঢাকায় আনা হবে

বিভুরঞ্জন সরকার

অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১)-এর মরদেহ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। পরে মরদেহ নেওয়া হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে। শনিবার (২৩ আগস্ট) সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকায় নিয়ে আসবে পরিবার।

বিভুরঞ্জনের ছেলে ঋত সরকার জানান, সকালে মর্গে ময়নাতদন্তের পর বাবার মরদেহ ঢাকায় আনা হবে। এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তিনি ও তার চাচা চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার। কিন্তু এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন রাতেই রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে।

পরদিন শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। কলাগাছিয়া নৌ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে বিভুরঞ্জন সরকারের মৃত্যুর আগে একটি অনলাইন সংবাদমাধ্যমে তার লেখা ‘খোলা চিঠি’ প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পাঠানো সেই লেখায় তিনি এটিকে “জীবনের শেষ লেখা” হিসেবে উল্লেখ করেন। চিঠিতে দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, বর্তমান অন্তর্বর্তী সরকার ও গণমাধ্যম পরিস্থিতি, পরিবার ও ব্যক্তিজীবনের নানা সংকট, আর্থিক দৈন্য এবং ব্যক্তিগত হতাশার কথা উঠে আসে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন