Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্ধারণ করে রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের অনুমোদন পেলেই চলতি সপ্তাহেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া প্রস্তুত হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, সীমানা পুনর্নির্ধারণের আওতায় ৮২টি আসনের বিষয়ে শুনানি শুরু হবে ২৪ আগস্ট থেকে, যা চলবে চারদিনব্যাপী। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো না হলেও তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র এবং প্রতিটি বুথে ৬০০ ভোটার রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া ২২টি রাজনৈতিক দলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান সচিব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন