Logo
Logo
×

জাতীয়

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদেশী নির্ভরতা কমাতে হবে : জ্বালানি উপদেষ্টা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:২৩ পিএম

উন্নয়ন প্রকল্প  বাস্তবায়নে বিদেশী নির্ভরতা কমাতে হবে : জ্বালানি উপদেষ্টা

ছবি - সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রকৌশলীদের দক্ষ করে তুলতে হবে। উন্নয়ন প্রকল্পে ভেল্যু এডিশন বাড়াতে হবে। দুর্নীতির কারণে সম্পদের সদ্ব্যবহার হচ্ছে না। দুর্নীতি রোধ করে দেশীয় সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সেজন্য বিদেশীদের ওপর নির্ভরতা কমাতে হবে। যাতে দেশীয় সক্ষমতা ব্যবহার করা সম্ভব হয়।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম-ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী (কমিশনিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় নতুন যুগে প্রবেশ করল বিপিসি। জ্বালানি তেল সরবরাহের এই আধুনিক ব্যবস্থা চালু হওয়ায় অপচয় রোধ, অর্থ ও সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি তেলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা বিপিসিকে আরো আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছি।

বিপিসির কর্মকর্তারা জানান, ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে তেল পরিবহন বাবদ বছরের সাশ্রয় হবে ২০০ কোটি টাকা। এই পাইপলাইন দিয়ে মূলত ডিজেল পরিবহন হবে ঢাকার গোদনাইল ও ফতুল্লা ডিপোতে। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ৫০ লাখ লিটার ডিজেল চট্টগ্রামের পতেঙ্গা থেকে ঢাকার গোদনাইলে পাঠাতে সময় লাগছে ১২ ঘণ্টা, যেখানে নৌপথে সময় লাগত অন্তত দুই দিন।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, বিপিসি চেয়রম্যান আমিন-উল আহসান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাসানুজ্জামান, প্রকল্পের পরিচালক কর্ণেল সুলতান মাহমুদসহ অনান্যরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন