Logo
Logo
×

জাতীয়

নির্ধারিত সময়েই নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম

নির্ধারিত সময়েই নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে অন্য কারও বলার কিছু নেই।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার দাবি তুললেও উপদেষ্টা দৃঢ়ভাবে বলেন, রাজনীতির ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

বাজার পরিদর্শন শেষে শাকসবজির দামের বিষয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টির কারণে দাম কিছুটা বেড়েছে। তবে আলুর মজুত আগের চেয়ে বেড়েছে। কিন্তু কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪-৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, কৃষক যদি ন্যায্যমূল্য না পায়, ভবিষ্যতে আলু চাষ কমে যাবে। তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পায় না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।

পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এটা আমাদের মাটি নষ্ট করছে, পানি আটকে দিচ্ছে এবং সহজে নষ্টও হয় না। আমাদের অবশ্যই পলিথিনের বিকল্প খুঁজতে হবে।

তিনি সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন