Logo
Logo
×

জাতীয়

বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়ানো নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪৭ পিএম

বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়ানো নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

ছবি : সংগৃহীত

সরকার একান্ত বাধ্য না হলে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে এ কথা জানান। 

রবিবার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। 

এসময় তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও তিনি পালন করছেন।

ফওজুল কবির খান বলেন, মানুষ গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় যাতে মূল্য বৃদ্ধি না হয়। কিন্তু গত ১৫ বছরে বিদ্যুতের দাম অন্তত ১৮-১৯ বার বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে ১০-১২ বার। 

আগামী দিনগুলোতে মানুষ কিছুদিন পরপর জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না-জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করবো না। আজকে যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেয়া হয়েছে সেটা একই কারণেই।

তিনি আরো বলেন, আপনাদের প্রত্যাশাকে আমরা যথেষ্ট সম্মান করি। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেয়া হয়েছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়ানো হলো। কিন্তু আমরা কোনভাবেই এটা করব না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন