Logo
Logo
×

জাতীয়

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

Icon

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:৪৩ পিএম

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

পুলিশ থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত সদস্যরা এবার চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রবিবার (১৮ আগস্ট) দুপুরে এই কর্মসূচি পালন করেন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো কয়েক হাজার পুলিশ সদস্য।

সদর দপ্তরের বাইরে তারা অবস্থান নেয়ায় ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আন্দোলনরতদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

জানা গেছে, সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে তারা বিক্ষোভ ও অবস্থান করলেও বিকেল ৫টা পর্যন্ত পুলিশ প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউই তাদের সঙ্গে দেখা করেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন