Logo
Logo
×

জাতীয়

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্য নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। কিছু বিপথগামী সেনাসদস্যের বুলেটের আঘাতে প্রাণ হারান বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। সেদিন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলকে হত্যা করা হয়। এ সময় বিদেশে অবস্থান করায় বেঁচে যান দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে খন্দকার মোশতাক আহমেদ জারি করেন ইনডেমনিটি অর্ডিন্যান্স। একুশ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে অভিযুক্তদের বিচারের পথ সুগম করে। ১৯৯৮ সালে ১৫ জনের ফাঁসির রায় হলেও ২০০১ সালের ক্ষমতার পটপরিবর্তনে আপিল বিভাগে আটকে থাকে বিচার। ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকারে এসে বিচারের কাজ শেষ করে ও ফাঁসির রায় কার্যকর করে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশত্যাগ করে। জাতীয় শোক দিবসের তালিকা থেকে বাদ পড়ে দিনটি। গত বছরের মতো এবারও দিনটিতে নেই তেমন কোনো কর্মসূচি। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

দিনটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল সকাল ১১টায় নিজ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে। বিবৃতিতে বাংলাদেশ জাসদ উল্লেখ করেছে, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের অপরাধের কারণে যেমনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না, তেমনি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকেও খাটো করা যাবে না। দিনটি সামনে রেখে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন