Logo
Logo
×

জাতীয়

পাম তেলের দাম কমলেও বাজারে তদারকি জোরদারের নির্দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম

পাম তেলের দাম কমলেও বাজারে তদারকি জোরদারের নির্দেশ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের প্রেক্ষিতে দেশের বাজারে খোলা পাম তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই মূল্যহ্রাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে অতিরিক্ত মুনাফা করতে পারে—এমন আশঙ্কায় বাজারে তদারকি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

মঙ্গলবার (১৪ আগস্ট) বিটিটিসির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ৩ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের সমন্বিত দাম ঘোষণা করে। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা নির্ধারণ করা হলেও খোলা সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। পাম তেলের দাম কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

বিটিটিসির বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম কমায় এর আমদানি বেড়েছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম পাম তেলের তুলনায় প্রতি লিটার ১৯ টাকা বেশি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী পাম তেলকে সয়াবিন তেল হিসেবে বিক্রি করে অতিরিক্ত লাভের চেষ্টা করতে পারে।

এই পরিস্থিতি মোকাবিলায় এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় স্থানীয় প্রশাসনকে বাজারে মনিটরিং কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অনৈতিকভাবে ভোক্তাদের ক্ষতি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন