Logo
Logo
×

জাতীয়

অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল ইডিসিএল, সাশ্রয় হবে ১১৬ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:২৯ পিএম

অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমাল ইডিসিএল, সাশ্রয় হবে ১১৬ কোটি টাকা

ছবি : সংগৃহীত

অত্যাবশ্যকীয় ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ কমিয়েছে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। এতে সরকারের ওষুধ ক্রয়ে প্রায় ১১৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৩ আগস্ট) আয়োজিত এক ব্রিফিংয়ে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা এসব তথ্য জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানো হয়েছে। কমানো ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ ৯টি ধরন।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা বাড়াতে সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে টিকা ও বায়োলজিক্যাল পণ্য উৎপাদনের লক্ষ্যে দুটি নতুন প্লান্ট স্থাপন করা হচ্ছে, যার মধ্যে একটি হবে ইনসুলিনসহ বায়োটেকনোলজি-ভিত্তিক উৎপাদন প্লান্ট।

সামাদ মৃধা বলেন, অপচয় কমিয়ে, সিন্ডিকেট ভেঙে এবং অপ্রয়োজনীয় ৭০০ কর্মচারী ছাঁটাইয়ের মাধ্যমে উৎপাদন বেড়েছে প্রায় ৫৯ কোটি টাকার সমপরিমাণ। এছাড়া কাঁচামাল কেনার টেন্ডার প্রক্রিয়া উন্মুক্ত করায় প্রতি মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয় সম্ভব হয়েছে।

সরকারি চাহিদা পূরণে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নিজেদের কারখানায় উৎপাদন বাড়িয়ে টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করা হবে এবং সরকারি চাহিদা পূরণের হার ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশে উন্নীত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন