Logo
Logo
×

জাতীয়

বোয়েসেল এমডির পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

বোয়েসেল এমডির পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ

ছবি : সংগৃহীত

কোরিয়া গমনেচ্ছুদের তিন দফা দাবিতে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করেছে ইপিএস কর্মীরা। বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মানববন্ধন শেষে তারা ভবনের প্রবেশ ফটক বন্ধ করে দিয়ে সামনের সড়কে অবস্থান নেন। কিছুক্ষণ পর ভবনের বাইরের ফটকও বন্ধ করে দেন আন্দোলনকারীরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।

আন্দোলনকারীরা জানান, ইপিএস পদ্ধতিতে কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল ও এইচআরডি কোরিয়া যৌথভাবে কাজ করে। কিন্তু বোয়েসেলের কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার তুলনায় অতিরিক্ত রোস্টার তৈরি হওয়ায় হাজার হাজার আবেদন ডিলেট হয়েছে এবং ভবিষ্যতেও এমন আশঙ্কা রয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তিন দফা দাবির মধ্যে রয়েছে:

১. বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. শওকত আলী, মহাব্যবস্থাপক এ বি এম আবদুল হালিম, সহকারী মহাব্যবস্থাপক (আইটি) মো. নূরুল ইসলাম (কিরন) এবং ইপিএস সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

২. ইপিএস সংকট নিরসনে এবং ডিলেট হওয়া আবেদনকারীদের পুনরোস্টার, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি এবং ২১ হাজার কর্মীর স্বপ্নভঙ্গ রোধে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। এ বিষয়ে ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনায় বসার দাবি জানানো হয়েছে।

৩. বোয়েসেলের পুরাতন অনিয়ম ও কাঠামো ভেঙে দিয়ে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সংস্কার করতে হবে।

আন্দোলনকারীরা জানান, এসব দাবির বাস্তবায়ন ছাড়া তারা রাজপথ ছাড়বেন না এবং প্রয়োজনে আন্দোলন আরও তীব্র করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন