Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশে ৫জি ও ডেটা সেন্টার বিনিয়োগে আজিয়াটাকে আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম

বাংলাদেশে ৫জি ও ডেটা সেন্টার বিনিয়োগে আজিয়াটাকে আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

বাংলাদেশে ৫জি সেবা চালু এবং ডেটা সেন্টারে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার কুয়ালালামপুরে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। তিনি বৈশ্বিক কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার টেলিযোগাযোগ খাতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে।

বৈঠকে আজিয়াটা বারহাদ গ্রুপের সিইও বিবেক সুদ জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে। তবে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণ জরুরি। তিনি বলেন, রবি বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে এবং ৫জি চালু করতে আগ্রহী। তবে স্পেকট্রাম ফি ও জটিল লাইসেন্সিং ব্যবস্থা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আজিয়াটা বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে যৌথ উদ্যোগে অংশগ্রহণের আগ্রহও প্রকাশ করেছে বলে জানান সুদ।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— কাছাকাছি আসা এবং একে অপরকে বোঝা।” তিনি বেসরকারি খাত ও নিয়ন্ত্রকদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আজিয়াটা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গ্রুপের চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট নন-এক্সিকিউটিভ ডিরেক্টর শাহরিল রিদজা রিদজুয়ান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন