Logo
Logo
×

জাতীয়

উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন : দুদক চেয়ারম্যান

Icon

রংপুর প্রতিনিধি :

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম

উপদেষ্টাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন : দুদক চেয়ারম্যান

ছবি-সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিয়ে আসতে বলেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘গত এক বছরে অনেক মামলা হয়েছে এবং পুরনো অনেক মামলা বিগত সময়ে ধামাচাপা রয়েছিল সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে নতুন মামলাগুলো দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে। এ ছাড়া অনেক জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে সেবাদান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ থাকে, সেগুলো প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হচ্ছে নিয়মিত।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্নীতি কমিশনের নিজস্ব কিছু বিধিবদ্ধ কতগুলো আইন আছে। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। দুর্নীতি বাংলাদেশে অনেক ধরনের আছে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সরকারি লোক। টাকা পাচার, অবৈধ আয় বিষয়ে সচেতন থাকার চেষ্টা করে দুদক। এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটা মামলা চলমান। আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে যদি শেষ পর্যন্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে মামলা করা হবে।’

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুদকের ঝুঁলে থাকা মামলাগুলো যাতে দ্রুত নিষ্পতি হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সাংবাদিকদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘কয়েকটি নিউজপেপারে এসেছে এই সরকারের কয়েকজনের বিরুদ্ধে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার। আমরাও বিধিবদ্ধভাবে কাউকে ছাড় দেব না। তবে কারও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি শুধু বলি কোটি কোটি টাকা অমুক আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন বললে হবে নাবলতে হবে কোথা থেকে করেছেন, কীভাবে করেছেন, এই অংশগুলো যদি আমরা প্রমাণ করতে না পারি, তাহলে শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না।’

তিনি বলেন, ‘এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো যদি সুনির্দিষ্ট হয় তাহলে নিয়ে আসুন। তবে আপনারা এটাও লক্ষ্য রাখবেন, আমরা যেন আমাদের কাজটি সঠিকভাবে করছি কি না। ঠিকভাবে করতে না পারলে এটারও সমালোচনা করবেন।’

এরপর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুদক চেয়ারম্যানের । সেখানে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন