Logo
Logo
×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছাড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:০৩ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছাড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জনে পৌঁছাতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যেখানে ২০০৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত জন্ম নেওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত এক সভার বিবরণী থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। সে সময় ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

ত্রয়োদশ নির্বাচনে অতিরিক্ত ২ হাজার ৯৫০টি কেন্দ্র যুক্ত হয়ে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াতে পারে ৪৫ হাজার ৯৮টি। একইভাবে ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষসহ মোট ভোটকক্ষের সংখ্যা হতে পারে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

এই নির্বাচনে ভোটগ্রহণ পরিচালনার জন্য সম্ভাব্য ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো এবারও প্রয়োজনের চেয়ে ১০ শতাংশ বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হবে এবং তাদের মধ্যে ৫ শতাংশ অতিরিক্ত জনবলসহ মোট ৯ লাখ ৩১ হাজার ১৩১ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সভায় জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন