Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে  প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান

ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার কার্যালয়ে লাল গালিচায় অভ্যর্থনা জানান। সকাল ৯টায় পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।

অভ্যর্থনা পর্ব শেষে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। পরে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। সফরকালে প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ জ্বালানি খাতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হবে।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (ISIS), বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI) এবং প্রযুক্তি প্রতিষ্ঠান MIMOS-এর মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

সফরে আরও রয়েছে হালাল ইকোসিস্টেম উন্নয়ন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতাবিষয়ক নোট বিনিময়ের কর্মসূচি।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন