Logo
Logo
×

জাতীয়

‘না’ ভোট ও আসনভিত্তিক ফল বাতিলের ক্ষমতা ফিরল ইসির হাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম

‘না’ ভোট ও আসনভিত্তিক ফল বাতিলের ক্ষমতা ফিরল ইসির হাতে

ছবি : সংগৃহীত

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সব বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনে অনিয়ম বা কারচুপির অভিযোগে কোনো আসনের সম্পূর্ণ ভোট বাতিলের ক্ষমতা পুনরায় কমিশনের হাতে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া একক প্রার্থী থাকলেও ‘না’ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা বাধ্যতামূলক করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের মুলতবি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অন্যান্য কমিশনার ও ইসির সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, নতুন বিধিমালায় ইভিএম পদ্ধতির সব বিধান বাতিল করা হয়েছে। পাশাপাশি কোনো আসনে অনিয়ম হলে কমিশন চাইলে পুরো আসনের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে।

তিনি আরও জানান, একক প্রার্থী থাকলেও তাকে ‘না’ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। যদি ‘না’ ভোটের সংখ্যা বেশি হয়, তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাংবাদিকরা ভোট গ্রহণের সময় কেন্দ্রে অবস্থান করতে পারবেন না। তবে ভোট গণনার সময় তারা উপস্থিত থাকতে পারবেন, যদিও গণনার সময় কেন্দ্রে থেকে বের হওয়া যাবে না।

ইসি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধানও নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন