Logo
Logo
×

জাতীয়

পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল এনবিআর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম

পাঁচ শ্রেণির করদাতাকে অনলাইন রিটার্ন বাধ্যবাধকতা থেকে ছাড় দিল এনবিআর

ছবি : সংগৃহীত

২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলে অনলাইন বাধ্যবাধকতা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে পাঁচ ধরনের করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১১ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে ৪ আগস্ট থেকে সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতা নির্দিষ্ট শর্ত পূরণ করেন, তাদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

ছাড়প্রাপ্ত পাঁচ শ্রেণির করদাতা হলেন:

  • ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা
  • শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র দাখিল সাপেক্ষে)
  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা
  • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
  • বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক

তবে এসব করদাতা চাইলে স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। এতে করদাতারা সহজে ও দ্রুত রিটার্ন দাখিল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন