নিবন্ধনের জন্য ২২ রাজনৈতিক দলের তথ্য যাচাই শুরু করেছে নির্বাচন কমিশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
ছবি : সংগৃহীত
নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে জমা পড়া ১৪৩টি রাজনৈতিক দলের আবেদন থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর দেওয়া তথ্য ও মাঠপর্যায়ের বাস্তবতার ভিত্তিতে এই যাচাই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
সোমবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, নিবন্ধনের জন্য জমা পড়া ১৪৩টি আবেদনের মধ্যে ২২টি দলকে প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে। বাকি ১২১টি দলকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
যেসব দল মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ের জন্য নির্বাচিত হয়েছে, তারা হলো:
১. ফরোয়ার্ড পার্টি ২. আমজনতার দল ৩. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) ৪. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) ৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ৭. মৌলিক বাংলা ৮. বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ৯. জাতীয় জনতা পার্টি ১০. জনতার দল ১১. জনতা পার্টি বাংলাদেশ ১২. বাংলাদেশ আম জনগণ পার্টি ১৩. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৪. বাংলাদেশ জাতীয় লীগ ১৫. ভাসানী জনশক্তি পার্টি ১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) ১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি ২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস) ২১. বাংলাদেশ সলুশন পার্টি ২২. নতুন বাংলাদেশ পার্টি
ইসি জানিয়েছে, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট দলগুলোর সাংগঠনিক কাঠামো, কার্যক্রম, সদস্য সংখ্যা ও অন্যান্য শর্ত পূরণ সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।



