Logo
Logo
×

জাতীয়

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

ছবি : সংগৃহীত

পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি (অ্যাডিশনাল আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির, এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ৯ অক্টোবর ২০২৪ তারিখের পত্রে উল্লিখিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। পদগুলোতে কর্মরতদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ সৃজনের তারিখ থেকে এসব সুপারনিউমারারি পদের মেয়াদ এক বছর। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন