Logo
Logo
×

জাতীয়

যুব দিবসে ৪৭ কোটি টাকার যুব ঋণ দেবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম

যুব দিবসে ৪৭ কোটি টাকার যুব ঋণ দেবে সরকার

ছবি : সংগৃহীত

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ৪ হাজার ৯৮৫ জন যুবক ও যুব নারীকে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ দেবে সরকার। এর মধ্যে ২ হাজার ৫৩৪ জন যুবক এবং ২ হাজার ৪৫১ জন যুব নারী এই ঋণ সুবিধা পাবেন বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।

ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, আগামী ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী তরুণদের অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রশিক্ষণ, ঋণ ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।

তিনি জানান, বিগত এক বছরে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ লাখ ৭১ হাজার ৭১৯ জন যুবকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ যুব পুরস্কার প্রদান করা হবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবকে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকাসহ বিভাগ, জেলা ও উপজেলায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশবান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিগত ছয় মাসে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মে নিযুক্ত না থাকা ৯ লাখ বেকার যুবকে ইএআরএন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন