যান্ত্রিক ত্রুটিতে রোমে ২৬২ যাত্রীসহ আটকা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম
ছবি : সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করার কথা থাকলেও শেষ মুহূর্তে ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি। ফলে উড়োজাহাজটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।
এ নিয়ে গত ২৮ দিনে বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজগুলো অষ্টমবারের মতো যান্ত্রিক গোলযোগে পড়ল।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, “কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে।”
বিমানের মুখপাত্র জানান, ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে। বাংলাদেশ সময় সন্ধ্যায় যন্ত্রাংশ রোমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপর ত্রুটি সারিয়ে একই ফ্লাইটে যাত্রীদের দেশে ফেরত আনা হবে।
উড়োজাহাজটিতে ২৬২ জন যাত্রী ছিলেন, যাদের হোটেলে আবাসনের ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ।



