Logo
Logo
×

জাতীয়

ইসির প্রাথমিক বাছাইয়ে নিবন্ধনের জন্য উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

ইসির প্রাথমিক বাছাইয়ে নিবন্ধনের জন্য উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

ছবি : সংগৃহীত

নিবন্ধনের জন্য আবেদন করা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। পরবর্তী ধাপে মাঠ পর্যায়ে তদন্ত ও তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিবন্ধনের সিদ্ধান্ত নেবে কমিশন।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, প্রাথমিকভাবে শর্ত পূরণকারী দলগুলোর তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হবে। যাচাইয়ে সব শর্ত পূরণ করতে সক্ষম হলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই মাঠ পর্যায়ের তদন্ত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর সব প্রক্রিয়া শেষে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন চূড়ান্ত করা হবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য ১৪৫টি রাজনৈতিক দল আবেদন করে। প্রথম ধাপে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কমিশন তাদের ১৫ দিনের সময় দেয় ঘাটতি পূরণের জন্য। এরপর ৩ আগস্ট পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয় প্রাথমিক শর্ত পূরণের জন্য।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে এনসিপি, বাংলাদেশ জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি, আম জনগণ পার্টিসহ মোট ১৬টি দল প্রাথমিক শর্ত পূরণে সক্ষম হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন