Logo
Logo
×

জাতীয়

বন অধিদফতরের ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

বন অধিদফতরের ‘সুফল’ প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান

ছবি : সংগৃহীত

বন অধিদফতরের দেড় হাজার কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা’ (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১০ আগস্ট) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধানে অভিযোগের তালিকায় রয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠপর্যায়ে কাগজে-কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

২০১৮ সালে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মোট ভূখণ্ডের ২৫ শতাংশ বনভূমি নিশ্চিত করার লক্ষ্যে ‘সুফল’ প্রকল্প গ্রহণ করে বন অধিদফতর। এটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প হলেও দুর্নীতির অভিযোগ প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দুদক।

এছাড়া, ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানে তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও অনুসন্ধান চলছে।

এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল হামিদসহ সাবেক ও বর্তমান ১৬ কর্মকর্তাকে আগামী ১২ ও ১৩ আগস্ট তলব করেছে দুদক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন