Logo
Logo
×

জাতীয়

‘ভিডিও না করে মোবাইল ছুড়ে মেরেও দুর্ঘটনা প্রতিহত করা যায়’

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:২৯ পিএম

‘ভিডিও না করে মোবাইল ছুড়ে মেরেও দুর্ঘটনা প্রতিহত করা যায়’

ছবি-সংগৃহীত

বিভিন্ন সময় কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটার সময় ভিডিও না করে মোবাইল ছুড়ে মারলেও তা (দুর্ঘটনা) প্রতিহত করা যায় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন ।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু এবং ধৈর্য্যের অভাব রয়েছে। আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করত, প্রতিহত করত। এখন বিপদের সময়ে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করে না। তারা মোবাইলে ভিডিও করে। সরাসরি এগিয়ে আসে না।’ এ সময় গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অধিকাংশকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। সবাইকে ভালোভাবে শাস্তি দিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্জশিট যত দ্রুত সম্ভব দেয়া হবে ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে প্রায় ৭০০টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ সময় তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র প্রদান করার পরিকল্পনা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন