Logo
Logo
×

জাতীয়

২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

২০২৬ সালের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “২০২৬ সালের নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নির্বাচন হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ।”

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সব আসামির বিচার হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচার কিছুটা সময় নিচ্ছে, তবে সঠিক সময়ে তা সম্পন্ন হবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগেই একনায়কতন্ত্রের পতন ঘটেছে।”

অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থীর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন করেন। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণেও অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ এবং প্রধান আলোচক হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন