Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাবেন কাল

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:১৮ পিএম

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাবেন কাল

ছবি-সংগৃহীত

আগামীকাল সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ উপলক্ষে আজ রোববার (১০ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফর করবেন।

সম্মেলনে জানানো হয় সফরে প্রতিরক্ষা, জ্বালানি সংক্রান্তসহ মোট ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগ মহাপরিচালক শাহ্ আসিফ রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় সরকারি সফর যাবেন।

এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করবেন। প্রতিনিধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত হতে পারেন।

সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান ও আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হবে উল্লেখ করে শাহ্ আসিফ রহমান বলেন, ১২ আগস্ট পুত্রজায়ায় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পরপরই উভয় সরকারপ্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এ সফরে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএস এর মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত মোট ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এছাড়াও দুই দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি ‘নোট বিনিময়’ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর এবংনোট বিনিময়অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে

শাহ্ আসিফ রহমান জানান, দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন