Logo
Logo
×

জাতীয়

বোঝাপড়ায় আসা উচিত ছিল ছাত্র সংগঠনগুলোর : উপদেষ্টা আসিফ

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

বোঝাপড়ায় আসা উচিত ছিল ছাত্র সংগঠনগুলোর  : উপদেষ্টা আসিফ

ছবি-সংগৃহীত

ঢাবিতে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর সব জায়গায় সংষ্কার হচ্ছে। এ পর্যায়ে ছাত্রদের এক জায়গায় বসে এ বিষয়ে একমত হওয়া উচিৎ ছিল। ছাত্রদের একে অপরের সঙ্গে যে বিদ্বেষমূলক আচরণ সেটি দূর করে এক হওয়ার সুযোগ ছিল। তাদের আরো ম্যাচিউর হওয়ার প্রয়োজন ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কারণ হিসেবে ছাত্র সংগঠনগুলোর নিজেদের মধ্যে সমঝোতার ঘাটতি দায়ী বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমার মনে হয় যে এটা এই পর্যায়ে আসত না, যদি ছাত্রসংগঠনগুলো নিজেরা বসে একটা সোশ্যাল কন্ট্র্যাক্ট বা নিজেরা একটা বোঝাপড়ায় আসতে পারত।

শনিবার (৯ আগস্ট) বিকালে রাজশাহী জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগস্টের পর সব জায়গায় সংস্কার হচ্ছে, ছাত্ররাজনীতির বিষয়েও ছাত্রসংগঠনগুলোর একটা নতুন রূপরেখায় একমত হওয়া উচিত ছিল।

তিনি আরো বলেন, হল ও একাডেমিক এরিয়াতে সাংগঠনিক ছাত্ররাজনীতি কীভাবে চলবে বা চলবে কি না, এটা যদি আগেই ছাত্রসংগঠনগুলো বসে একটা চুক্তিতে আসত, এ ক্ষেত্রে আমার মনে হয়, ছাত্ররাজনীতির প্রতি যে বিদ্বেষমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হতো নাআমাদের ছাত্রসংগঠনগুলোর এখানে আরেকটু ম্যাচিউর হওয়ার সুযোগ ছিল

এর আগে বিপিএল আয়োজনের পূর্ব প্রস্তুতি পরিদর্শনে রাজশাহী আসেন এবং রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা তিনটি বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ আয়োজনের বিষয়েও জানান উপদেষ্টা। পাশাপাশি রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থার বাস্তবায়িত ১২টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন