Logo
Logo
×

জাতীয়

যদি কোনো নির্বাচনী এলাকায় গোলমাল হয় তাহলে পুনরায় ভোট গ্রহণ হবে: সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ পিএম

যদি কোনো নির্বাচনী এলাকায় গোলমাল হয় তাহলে পুনরায় ভোট গ্রহণ হবে: সিইসি

ছবি : সংগৃহীত

আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। শনিবার (৯ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, “নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না। যদি কোনো নির্বাচনী এলাকায় গোলমাল হয়—একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা পুরো কনস্টিটিউয়েন্সি—তাহলে তা বাতিল করে পুনরায় ভোট গ্রহণ করা হবে। সেই অনুযায়ী আইন প্রণয়ন করা হচ্ছে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে। সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিভাগের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন সিইসি। সেখানে তিনি জানান, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সম্ভাব্য সময় ডিসেম্বরের শুরু।

সিইসি বলেন, “নির্বাচনকে উৎসবমুখর করতে জনবল নিয়োগ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং গণমাধ্যমের সহযোগিতা নিশ্চিত করা হবে।” কেন্দ্র ব্যবস্থাপনায় নতুন নিয়ম—যেমন নারী-পুরুষের আলাদা সারি বা বয়সভিত্তিক লাইনের ব্যবস্থাও বিবেচনায় রয়েছে।

বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এতে বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সিইসি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিপ্লব-পরবর্তী বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন