চট্টগ্রামে কনস্যুলার দপ্তর চালু করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের নাগরিকদের জন্য কনস্যুলার সেবা সহজলভ্য করতে চট্টগ্রামে একটি আঞ্চলিক কনস্যুলার দপ্তর চালুর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একজন পরিচালকের নেতৃত্বে কয়েকজন স্টাফ নিয়ে প্রাথমিকভাবে দপ্তরটির কার্যক্রম শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে সরকারের উচ্চপর্যায়ে চট্টগ্রামে কনস্যুলার দপ্তর স্থাপনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দপ্তরটি চালু হলে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়নের জন্য আর ঢাকায় আসতে হবে না। এতে সময় ও খরচ—দুটিই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রস্তাবিত দপ্তর থেকে যেসব সেবা দেওয়া হবে তার মধ্যে রয়েছে:
শিক্ষাসনদ, বিয়ে ও আইনি সনদ, জন্মসনদসহ ব্যক্তিগত ও পারিবারিক নথিপত্রের সত্যায়ন
পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত সহায়তা
প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের জন্য জরুরি কনস্যুলার সেবা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, “দপ্তরটি চালুর বিষয়ে প্রাথমিক প্রস্তুতি চলছে। দেখা যাক, কবে নাগাদ চালু করা যায়। আশা করছি, খুব দ্রুতই এটি কার্যক্রম শুরু করবে।”



