Logo
Logo
×

জাতীয়

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:০৯ পিএম

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার

ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।”

প্রবাসী ভোটারদের বিষয়ে তিনি জানান, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। তবে এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় কমিশন সভা। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সংস্কার কমিশনের সুপারিশসহ একাধিক প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এর আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া অনুমোদন করে ইসি এবং বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই অনুষ্ঠিত অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়ের অভাবে বিষয়টি আলোচনায় আসেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন