Logo
Logo
×

জাতীয়

পুলিশের ৭৬ কর্মকর্তাকে পদায়ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম

পুলিশের ৭৬ কর্মকর্তাকে পদায়ন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) একযোগে পদায়ন করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন পদায়নের আওতায় এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, রাজশাহীর সারদায় এবং পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা এবং কাঠামোগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের আরও ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। সেই তালিকায় একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।

এই পদায়নকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি একটি কাঠামোগত পুনর্বিন্যাসের প্রয়াস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন