Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের আগে অর্থনৈতিক সংস্কারে জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ পিএম

নির্বাচনের আগে অর্থনৈতিক সংস্কারে জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যতটা সম্ভব অর্থনৈতিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করা হবে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসাইন এবং উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

ড. সালেহউদ্দিন বলেন, “গতকাল নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। আমাদের সময় কম, আমরা দ্রুত চলে যাব। এখন ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব সংস্কার করে যাব।” তিনি সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, “সংস্কার প্রতিনিয়ত চলবে। আমার জীবন যেমন বহমান, সংস্কারও তেমন। তবে আমরা কিছু কাজ শুরু করে যাব।”

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ‘লুটপাটের’ চিত্র তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, যিনি আমার ছাত্র ছিলেন, বলতেন—আমি আইএমএফে ১০০ দেশের সঙ্গে কাজ করেছি, পৃথিবীর কোনো দেশে এমন হয়নি যে ৮০ শতাংশ টাকা নিয়ে চলে গেছে।” তিনি উদাহরণ দিয়ে বলেন, “একটি ব্যাংকে ২০ হাজার কোটি টাকা থাকলে ১৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। সেখানে আপনার, আমার সবার টাকা ছিল।”

অনুষ্ঠানে কৃষি ব্যাংকের ৩৮টি শাখায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। উপদেষ্টা কৃষি ব্যাংকের ভূমিকা ও কৃষি বিপ্লবে অবদানকে প্রশংসা করেন এবং বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি ও ব্যাংক খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন