জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা এই ঘোষণাপত্র ঘিরে একত্রিত হন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হয়, যা সেই আন্দোলনের রাজনৈতিক দলিল হিসেবে বিবেচিত। ঘোষণাপত্রে অন্তর্বর্তী শাসনব্যবস্থার কাঠামো, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক সংস্কার এবং নাগরিক অধিকার সংরক্ষণের রূপরেখা তুলে ধরা হয়।
সরকারের প্রেস উইং জানিয়েছে, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজেই ঘোষণাপত্র পাঠ করেন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা তার পাশে থেকে জাতীয় ঐক্যের বার্তা দেন।



