সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯৭৯ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫৭৩ জন অন্যান্য মামলায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি দেশীয় দোনলা বন্দুক, দুটি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, দুটি কিরিচ, তিনটি দেশীয় রামদা এবং দুটি ছুরি উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হবে।



