Logo
Logo
×

জাতীয়

পুলিশের বিরুদ্ধে ১১ মাসে ৭৬১ মামলা: টিআইবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:২৩ পিএম

পুলিশের বিরুদ্ধে ১১ মাসে ৭৬১ মামলা: টিআইবি

ছবি : সংগৃহীত

গণ-অভ্যুত্থনের সময় সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সরকার পতনের পর গত ১১ মাসে সারা দেশে পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা দায়ের হয়েছে, যেখানে ১,১৬৮ জন পুলিশ সদস্য আসামি এবং ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর মাইডাস সেন্টারে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম জানান, ছাত্র-জনতার ওপর হামলা, হত্যার নির্দেশ ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে মোট ১,৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। পতিত সরকারের ৮৭ জন মন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে এবং ৬০-৭০টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪২৯টি অভিযোগ এবং ২৭টি মামলা দায়ের হয়েছে। শেখ হাসিনাসহ ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সংশোধনের আগেই বিচার কার্যক্রম শুরু হলেও বিচারকাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

শাহজাদা আকরাম বলেন, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা প্রায় সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ফেলো মো. জুলকারনাইন ও ফারহানা রহমান উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন