সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকও তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত আয়কর, মূসক ও কাস্টমস কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি এর ইতিবাচক দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৪ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত ওই সেমিনারে তিনি বলেন, “সরকারের উন্নয়ন ও সংস্কার যাঁদের চোখে পড়ে না, তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু নেতিবাচক দিক নয়, ইতিবাচক দিকগুলোও মূল্যায়ন করা জরুরি।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সুনাম রক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “অনেক অর্থনীতিবিদ আছেন, যারা শুধু ভুল খুঁজে বেড়ান। কিন্তু ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “সরকারের ভুল নেই—এমন নয়। সমালোচনা অবশ্যই প্রয়োজন, কারণ তা সংশোধনের সুযোগ তৈরি করে।”
এ সময় তিনি ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন এবং বলেন, “ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।”



