Logo
Logo
×

জাতীয়

সৌদির সঙ্গে প্রবাসী শ্রমিক পাঠানোর চুক্তি হচ্ছে : আসিফ নজরুল

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:২০ পিএম

সৌদির সঙ্গে  প্রবাসী শ্রমিক পাঠানোর চুক্তি হচ্ছে : আসিফ নজরুল

ছবি-সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিক পাঠানো সংক্রান্ত একটি চুক্তি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল কথা বলেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে 'রেমিট্যান্স যোদ্ধা দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, 'আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে।'

ড. আসিফ বলেন,বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোন চুক্তি হয়নি। ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও না। এই চুক্তি হলে সৌদি আরবে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বাড়বে। আগের সরকার চুক্তির জন্য বহুবার চেষ্টা করেও সফল হয়নি।'

তিনি বলেন, 'গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যারা যেতে পারেননি, তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে বৈঠক করে ঢাকায় ফিরে আসার পর জানাই যে, মালয়েশিয়া কর্মীদের নিতে রাজি হয়েছে-তখন তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ি।

বিদেশে যেতে আগ্রহীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, 'আপনারা বাইরে যাওয়ার আগে ভালোভাবে খোঁজ-খবর নিয়ে যাবেন। কে পাঠাচ্ছে, প্রতারক কি না, যাচাই করে নেবেন। বিদেশকে যেন 'বেহেশত' মনে না করেন। আমি সৌদি আরবে এমন অবস্থা দেখেছি যেখানে মানুষের জীবন বাংলাদেশের খারাপ বস্তির চেয়েও খারাপ। ৮-৯ লাখ টাকা খরচ করে এতটা দুর্বিষহ জীবন কেউ কামনা করে না।'

বিদেশগামী কর্মীদের সতর্ক করে তিনি বলেন,যারা বিদেশ যাচ্ছেন, তাদের ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। কিন্তু মাত্র ১ শতাংশ বিভিন্ন সমস্যার সৃষ্টি করেন, যার কারণে বাকি ৯৯ শতাংশকে ভোগান্তিতে পড়তে হয়। এসব ঘটনার প্রভাব আমাদের দেশ থেকেও শ্রমিক পাঠানো কঠিন করে তোলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন