Logo
Logo
×

জাতীয়

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৩৮২ জন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৮:২২ পিএম

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৩৮২ জন গ্রেফতার

ছবি- সংগৃহীত

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৩৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি ৮০১ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৮১ জন।

শনিবার (২ আগস্ট) পুলিশের সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহদাত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দেশব্যাপী পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—

পিস্তল: ১টি

ওয়ান শুটারগান: ২টি

বিদেশি পিস্তল: ১টি

রিভলবার: ১টি

ম্যাগজিন: ১টি

গুলি: ৪ রাউন্ড

সুইচ গিয়ার চাকু: ১টি

চাইনিজ কুড়াল: ৩টি

লোহার চাপাতি: ১টি

এসএস তৈরি কুড়াল: ১টি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন