Logo
Logo
×

জাতীয়

রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে বিধিনিষেধ ডিএমপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৬:৫৬ পিএম

রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে বিধিনিষেধ ডিএমপির

ছবি- সংগৃহীত

রোববার (৩ আগস্ট) রাজধানী ঢাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসব আয়োজনকে কেন্দ্র করে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ব্যাপক জনসমাগমের আশঙ্কায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগ মোড়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্র সমাবেশ করবে। একই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে।

এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ১-৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব চলবে।

এদিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এইচএসসি ও বিসিএস পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

ডিএমপি জানিয়েছে, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এজন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাঁটাবন মোড়, মৎস্য ভবন মোড়, টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং, শহীদ মিনার সংলগ্ন রাস্তা এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন