পাহাড়কে বাঁচানোর জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম
ছবি-যুগের চিন্তা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন,বনবিভাগের লোক পার্বত্যাঞ্চলের বন ধংসের জন্য একমাত্র দায়ী ।
তিনি শনিবার সকালে রাঙ্গামাটির জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত বৃক্ষরোপন অভিযান ও সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেছেন। তিনি বলেন, বন বিভাগকে পাহাড়ে আরো বেশি বেশি করে গাছ লাগানোর পদক্ষেপ নিতে হবে। এই পাহাড়কে বাঁচিনোর জন্য আরো বেশি করে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে ।
আমরা সারা জীবন গাছ কাটার গল্প শুনে আসছি। এবার গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাহাড়কে ধসংস করবে বা মাটিকে আগ্রাশন করে ফেলবে এ ধরনের গাছ লাগানো থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রেখেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ তিনি বলেন আমরা দিন দিন প্রকৃতিকে হারিয়ে ফেলতে যাচ্ছি। তাই প্রকৃতি আমাদের সাথে বিরুপ প্রতিক্রীয়া দেখাচ্ছে। পাহাড়ের প্রতি অবিচার করা হচ্ছে। আসুন সবাই মিলে পাহাড়কে বাঁচাই ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাই।
পরিকল্পিত নবায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। এতে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, রাঙ্গামাটির পুলিশ সুপার ড.ফরহাদ হোসেন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, ও রাঙ্গামাটির সিভিল সার্জন ডাক্তার নূয়েন খীসা প্রমুখ।
এই বৃক্ষমেলা শনিবার থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে । মেলায় বিভিন্ন প্রজাতির গাছ গাছালি নিয়ে ২১টি স্টল বসানো হয়েছে।তবে মেলাটি শহরের এক পাশে হওয়াতে স্টলকারিরা একটু নাখোশ হয়েছে।



