বর্ষায় পণ্য সংকটে চড়া দাম, কাঁচাবাজারে নেই স্বস্তির ছোঁয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
ছবি : সংগৃহীত
বর্ষার মধ্যভাগে রাজধানীর কাঁচাবাজারে সবজি ও মাছের সরবরাহ কমে যাওয়ায় ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। শুক্রবার (১ আগস্ট) ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে—৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।
সবজির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে একই সংকট। গেল সপ্তাহের তুলনায় মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। ৬০০ টাকার নিচে মিলছে না নদী বা খাল-বিলের মাছ, আর এক কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন, এই সময় সাধারণত নদী ও সাগরের মাছের মৌসুম হলেও এবারের বাজার বিপরীত চিত্র দেখাচ্ছে। সরবরাহ কম, দাম বেশি—ক্রেতারাও ক্ষোভ প্রকাশ করছেন।
দেশি মুরগির দাম প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা এবং লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। হাঁস বিক্রি হচ্ছে জাতভেদে ৬০০-৭০০ টাকা। যদিও গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল আছে—গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
টানা বৃষ্টির প্রভাবে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে। কাঁচামরিচের দাম এক সপ্তাহে কেজিতে ৫০ টাকা কমে এখন ২০০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৯০ থেকে ১২০ টাকায়।
চালের দাম স্থিতিশীল থাকলেও এখনকার উচ্চমূল্যই ক্রেতাদের জন্য কষ্টকর। মাঝারি মানের চালের দাম ৬৫-৭০ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকা কেজিতে।



