জুলাই সনদের দাবিতে শাহবাগে আজও অবস্থান, আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আজও চলছে ঝুম বৃষ্টির মধ্যেও। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে শাহবাগে অবস্থান নিয়েছেন।
এতে শাহবাগ মোড়ের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। শাহবাগ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি সদস্য।
আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ এখনো বাস্তবায়িত না হওয়ায় শহীদ ও আহতদের পরিবার বাধ্য হয়েই আবার রাজপথে নামতে হয়েছে। বহুবার দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। এমনকি প্রয়োজনে শাহবাগে অস্থায়ী মঞ্চ স্থাপন করে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।



