Logo
Logo
×

জাতীয়

গোপালগঞ্জে জীবননাশের হুমকি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল: সেনা সদর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

গোপালগঞ্জে জীবননাশের হুমকি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল: সেনা সদর

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় অনেকের জীবননাশের আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়েছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনা সদরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “জীবন বাঁচানোর জন্যই সেখানে তৎপর ছিল সেনাবাহিনী, প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি।” এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সঠিক তথ্য উদঘাটনে কাজ করছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়, বরং সমভাবে সব পক্ষকে বিবেচনায় নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী সফলভাবে নিরাপত্তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত চার সপ্তাহে ৩৭টি অবৈধ অস্ত্র উদ্ধার এবং আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত ১২,১১৯টি হারানো অস্ত্রের মধ্যে ৯,৭২৯টি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপরাধ সংশ্লিষ্টতার অভিযোগে ১৬,৪৫৯ জনকে গ্রেফতারের তথ্যও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে রাজধানীর দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত ও পেশাদার উদ্ধারকাজ পরিচালনার বিষয়েও আলোকপাত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন