Logo
Logo
×

জাতীয়

আসাদুজ্জামান নূরের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ১৫৯ কোটি টাকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম

আসাদুজ্জামান নূরের ৫ কোটি টাকার অবৈধ সম্পদ, লেনদেন ১৫৯ কোটি টাকার

ছবি : সংগৃহীত

সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জ্ঞাত আয়বর্হিভূতভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন আসাদুজ্জামান নূর। এছাড়া, তার নামে খোলা ১৯টি ব্যাংক হিসাব থেকে ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে—সব মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।

এই অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা; এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন টানা পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়লাভ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন