থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত
শতবর্ষব্যাপী সীমান্ত বিরোধের জেরে চার দিনের সহিংসতা শেষে থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সমঝোতাকে ইতিবাচক উল্লেখ করে কূটনৈতিক প্রয়াসের প্রশংসা করে।
বাংলাদেশ জানিয়েছে, কোনো শর্ত ছাড়া যুদ্ধবিরতিতে পৌঁছানো উভয় দেশের দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন। শান্তি আলোচনায় আসিয়ান চেয়ার মালয়েশিয়ার মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ একইসঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের অন্যান্য বন্ধু রাষ্ট্রের অবদানের কথাও স্বীকার করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আশাবাদী যে, থাইল্যান্ড ও কম্বোডিয়া ভবিষ্যতেও কূটনৈতিক সংলাপ চালিয়ে যাবে এবং সীমান্ত অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পুনরুদ্ধারে একযোগে কাজ করবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুরু হওয়া সংঘাতে দুই দেশের অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন।



