জরুরি ফায়ার অ্যালার্মে স্থগিত ঐকমত্য কমিশনের বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ফায়ার অ্যালার্ম বাজায় বৈঠকটি স্থগিত হয়ে যায়। সোমবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সবাই তাৎক্ষণিকভাবে একাডেমি ভবন থেকে বেরিয়ে আসেন।
এর আগে সকালে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংলাপের আলোচ্য বিষয় উপস্থাপন করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ জানান, তারা আলোচনায় অংশ নেবেন না। সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে দলটির আগের প্রস্তাব আজ আবার আলোচনায় আনা হয়। এতে বিএনপি সাময়িকভাবে বৈঠক থেকে ওয়াকআউট করলেও পরে পুনরায় অংশ নেয়।
পূর্বে, ২৩ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ তুলে জাতীয় ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ এবং বাংলাদেশ জাসদ। দল তিনটি ১০ মিনিটের জন্য সংলাপ ত্যাগ করেছিল।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “এ ধরনের ঘটনা অতীতে স্বৈরাচারী সরকারের অধীনে ঘটত। এখন সেই রাজনৈতিক ছায়া আমরা আবার দেখতে পাচ্ছি। ঐকমত্যের আলোচনা জরুরি হলেও এই প্রতিবাদ না করে এখানে থাকা আমাদের জন্য সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমরা সচেতন। তাই প্রতীকী ওয়াকআউটের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি।” পরে, দলগুলোর নেতারা পুনরায় সংলাপে অংশগ্রহণ করেন।



