Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘের মানবাধিকার অফিস কেন প্রয়োজন, জানালেন উপদেষ্টা

Icon

সাভার প্রতিনিধি :

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম

জাতিসংঘের মানবাধিকার অফিস কেন প্রয়োজন, জানালেন উপদেষ্টা

ছবি-সংগৃহীত

মানবাধিকার লঙ্ঘন রোধে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকা জরুরি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশে অতীতে সরকার প্রসূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিকভাবে নথিভুক্ত করা হয়েছে। এ জন্য এই অফিস ঢাকা থাকা জরুরী

রোববার (২৭ জুলাই) দুপুরে সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ফরিদা আখতার বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে ভবিষ্যতে দেশে মানবাধিকারের মান আরও সমুন্নত থাকবে। সামাজিকভাবে মব তৈরির প্রবণতাও নিয়ন্ত্রণ করতে হবে।

ইলিশ প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টির পরিমাণ কম হওয়ায় ইলিশের সরবরাহ কিছুটা কমেছে। তবে চাহিদা পূরণ ও বাজারে স্থিতিশীলতা আনতে সরকারের নজরদারি অব্যাহত আছে।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়েও সরকার আন্তরিক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হোসাইন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন