Logo
Logo
×

জাতীয়

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

ছবি : সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী অভ্যর্থনা ও বিদায় জানাতে আগত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে বলে এক সরকারি বার্তায় জানানো হয়েছে।

নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম জানান, নতুন নির্দেশনায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি ডিপারচার ড্রাইভওয়ে এবং এরাইভাল ক্যানোপি এলাকায় প্রবেশ করতে পারবেন।

এই পদক্ষেপের মূল লক্ষ্য যাত্রী চলাচল স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করা। একইসঙ্গে, বিদায় ও স্বাগত জানাতে আসা ব্যক্তিদের সুশৃঙ্খলভাবে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী ব্যবহার করে থাকেন। প্রতিদিন এখানে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

নতুন নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি আদেশক্রমে চূড়ান্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন