Logo
Logo
×

জাতীয়

আবারও প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১১:৪৬ পিএম

আবারও প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

ছবি : সংগৃহীত

দেড় বছর পর আবার শুরু হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মালিকানাধীন দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা। পত্রিকাটি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে।  

রোববার (১১ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের দেওয়া এক অফিস আদেশে অনুমোদনের এ তথ্য জানানো হয়।

দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আজকে আমরা চিঠি পেয়েছি। আমাদেরকে সাময়িকভাবে পত্রিকা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল মিটিং করে প্রকাশনার বিষয়ে সিদ্ধান্ত নেব। অতি দ্রুতই আবার পত্রিকাটি প্রকাশিত হবে।

২০২২ সালের ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকার তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান। পরে দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে।

কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দিনকালের আপিল খারিজ করে রায় দিলে সেদিন থেকেই পত্রিকারটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। 

১৯৮৬ সালে দৈনিক দিনকালের প্রকাশনা শুরুর সময় পত্রিকাটির সম্পাদক ছিলে সানাউল্লাহ নূরী, আর প্রকাশক ছিলেন মাজেদুর রহমান।

মাজেদুর রহমানও বিএনপি নেতা ছিলেন। ২০০২ সালের ১৬ এপ্রিল পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন